You have reached your daily news limit

Please log in to continue


বই পড়া এবং বইয়ের বহুবিধ ব্যবহার

১০ বছরের একটা বাচ্চা খুব মনোযোগ দিয়ে একটা বই পড়ছিল। বইটার নাম, ‘কীভাবে বাচ্চাদের লালন-পালন করবেন’।

তার মা জিগ্যেস করল, ‘এ বই তুমি কেন পড়ছ, খোকা?’

বাচ্চাটা জবাব দিল, ‘দেখছি, তুমি আমার লালন-পালন ঠিকমতো করছো কি না।’

ধনাঢ্য শিল্পপতির স্ত্রী এক বিশাল ডিপার্টমেন্টাল স্টোরে গেছে কেনাকাটা করতে। দোকানের কর্মচারীরা তাকে এটা দেখায়, ওটা দেখায়, কিন্তু কোনোটাই পছন্দ হয় না। শুধু বলে, আমার বাড়িতে তো এটা আছে, ওটাও আছে, সেটাও আছে...।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন