You have reached your daily news limit

Please log in to continue


রমজানের পণ্যের দাম এখন কেন বাড়ছে?

মরা উদ্বেগের সঙ্গে দেখছি যে পবিত্র রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনই বাড়তে শুরু করেছে। গত ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে দেখা যায়, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ভোজ্য তেল, ছোলা, খেজুর ও চিনির দাম এরই মধ্যে বাড়তে শুরু করেছে।

এর জন্য আমদানিকারক ও ব্যবসায়ীরা আমদানি খরচ বেড়ে যাওয়াকে দায়ী করছেন। খবরে বলা হচ্ছে, রপ্তানিকারক দেশগুলোতে উৎপাদনের ঘাটতির কারণে বিশ্ববাজারে এসব পণ্যের দাম বেড়েছে, যেখানে আমদানি করা পণ্য জাহাজে পরিবহনের খরচও বেড়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জানুয়ারির মধ্যে পাম তেল, সয়াবিন তেল, চিনি, ছোলা ও অন্যান্য পণ্যের আমদানি খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে তথ্য থেকে এটাও দেখা যাচ্ছে যে, ওই সময়ের মধ্যে ভোজ্য তেল ছাড়া অন্যান্য পণ্যের আমদানি বেড়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন