You have reached your daily news limit

Please log in to continue


কানত তালা লাগাই দিইয়ি সিটি করপোরেশন

কানত তালা লাগাই দিইয়ি
সিটি করপোরেশন
হন হথা উইনতু নঅ চায়
কী হঅর জনগণ
ইয়ান এক্কান হথা অইল না
ফুটপাতথ দোয়ান
রাস্তার উদ্দি গাথত পড়ি
হাড্ডি ভাঙি ছোয়ান
দিন দুইরগ্যা মশা অক্কল
খাই যাইরগুদে রক্ত
এন হারবার কেনে গরের
তারা একখানা হঅকত।

(সিটি করপোরেশন কানে তালা দিয়েছে। জনগণ কী বলতে চায়, সেটা তারা শোনে না। এটা কোনো কথা হলো—ফুটপাথে দোকান? রাস্তার গর্তে পড়ে হাড় ভেঙে ছয় টুকরা। তারা করোনা রোগীকে রাখে লাইব্রেরির ভবনে। বেতাল কাণ্ডকারখানা দেখে বুকটা হিম হয়ে যায়। দিনে–দুপুরে মশাগুলো রক্ত খেয়ে যায়। তারাই বলুক, এমন কাণ্ড তারা কীভাবে করে?)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন