পেটে জ্বালাপোড়া? যেভাবে বুঝবেন আলসার কি না

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৪

পেটের সমস্যা বর্তমানে লোকজনের খুব সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকাল অনেকের সারা বছর পেটের এই সমস্যা লেগে থাকে। এমনই একটি সমস্যা হলো আলসার। এই আলসারকে গ্যাসট্রিক আলসার বা স্টমাক আলসার বলা হয়।


আলসার হলে খাদ্যনালী, পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের দেওয়ালে ক্ষত তৈরি হয়। এইচ পায়লরি ব্যাকটেরিয়া বা আইবুপ্রফেন এবং অ্যাসপিরিন জাতীয় পেনকিলার বেশি খাওয়ার কারণে এই ক্ষত তৈরি হয়। এই রোগে খাওয়ার পরপরই পেট জ্বালা করার অনুভূতি হয়। আলমসারে যেসব লক্ষণ দেখা দিতে পারে: আলসারের প্রধান সমস্যা হল পেট জ্বালা করা এবং ব্যথা। এই ব্যথা কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। অবশ্য অনেকক্ষেত্রে এই ব্যথা বুঝতেও পারা যায়না। আবার অনেকে এই ব্যথায় রাতের বেলা ঘুমাতেও পারেন না। ব্যথা হলে ওষুধ খেলে সাময়িকভাবে ব্যথা কমলেও কিছু সময় পর আবার দেখা দেয় সমস্যা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us