You have reached your daily news limit

Please log in to continue


পৃথিবীতে সবচেয়ে বড় সেলিব্রিটি হচ্ছে কবিরা: কামাল চৌধুরী

সত্তরের দশকের কবি কামাল চৌধুরী। ১৯৫৭ সালের ২৮ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয় করা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবা আহমদ হোসেন চৌধুরী ও মা বেগম তাহেরা হোসেনের ৬ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়।

কামাল চৌধুরীর প্রথম বই 'টানাপোড়েনের দিন',  শেষ বই 'স্তব্ধতা যারা শিখে গেছে'। ২০১২ সালে বাংলা কবিতায় অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার পান। আজ তার জন্মদিন। জন্মদিনে কবিতা, সমাজ রাষ্ট্র- এসব বিষয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

আপনার প্রথম বই 'মিছিলের সমান বয়সী'। ৭৫ সালে একজন কবি হিসেবে বিধ্বস্ত রাষ্ট্র যতটা দেখছেন, উপলব্ধি করেছেন- তার কতটা লিখতে পেরেছেন?

কামাল চৌধুরী: মিছিলের সমান বয়সী আমার প্রথম কবিতার বই। এটি একটি প্রতীকী নাম। প্রতীকী এই অর্থে যে আসলে মানুষের যে যাত্রা তা একটা দীর্ঘ মিছিল। মানব সমাজের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে দেখব একটা দীর্ঘ যাত্রায় বিভিন্ন পরিস্থিতির সঙ্গে অভিযোজন করেই কিন্তু আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা একটা চলমান যাত্রা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন