You have reached your daily news limit

Please log in to continue


পরিবেশ রক্ষায় সবুজ কর

বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর। কিন্তু প্রযুক্তি যেমন বিশ্বকে অনেক সহজ করেছে, তেমনিভাবে আবার পরিবেশ দূষণ করছে। তাই প্রযুক্তি হতে হবে পরিবেশবান্ধব। প্রযুক্তি ছাড়া শিল্পায়ন সম্ভব নয়, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তি ব্যাপক ভূমিকা রাখবে, যা টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।

চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন ও শিল্পব্যবস্থার আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা আমাদের কাজে লাগাতে হবে; কিন্তু পরিবেশ ও বায়ুদূষণ আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। কারণ বায়ু ও পরিবেশদূষণ যে হারে বৃদ্ধি পাচ্ছে তা মানুষ এবং পরিবেশের জন্য ভয়াবহ। কিন্তু ঢাকাসহ বিভাগীয় শহরের চারদিকে ধূলিকণা ভাসছে কুয়াশার মতো। বুকভরে শ্বাস নেওয়া যাচ্ছে না। শীতের শুরু থেকেই বায়ুদূষণের দিক থেকে ঢাকা প্রায়ই উঠে আসে বিশ্বের শীর্ষে। গত বছরের তুলনায় এ বছর শীত মৌসুমে ঢাকায় বায়ুদূষণ বেড়েছে ১৯ শতাংশ। বাতাসের বিষে চরম ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য। গবেষণায় উঠে এসেছে, নানা ধরনের দূষণে বাংলাদেশে প্রতিবছর মারা যায় এক লাখ ২৩ হাজার মানুষ। এভাবে প্রতিটি বড় বিভাগীয় শহরে, শিল্প এলাকায় বায়ু এবং পরিবেশদূষণ বাড়ছে। বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড, ইটভাটা, বর্জ্য পোড়ানো, কলকারখানা ও গাড়ির কালো ধোঁয়া দূষণের জন্য দায়ী। তাই দূষণ রোধে সবুজ কর আরোপ করা একান্ত জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন