You have reached your daily news limit

Please log in to continue


উন্নয়ন দর্শনে ভুলের মাশুলই কি দিতে হচ্ছে

ধনসম্পদ, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতির শিখরে পৌঁছেও পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা বৈশ্বিক পরিমণ্ডলে শান্তি আজ পান্ডার মতো বিলুপ্তপ্রায়। অন্যভাবে বলা যায়—উন্নতির পারদ যতই ওপরে উঠছে, শান্তির পারদ ততই নিচে নামছে। ধনসম্পদের সর্বোচ্চ শিখরে পৌঁছানো পরিবারেও আজ শান্তির দেখা পাওয়া ভার। তাই মর্ত্যের শান্তির আশা ছেড়ে দিয়ে বিশ্বের শীর্ষ ধনীরা আজ মহাকাশে শান্তির আশায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে।

আর আমাদের মতো উন্নয়নশীল দেশের ধনীরা শান্তির খোঁজে বৈধ-অবৈধ উপায়ে অর্জিত টাকা পাচার করে উন্নত বিশ্বে পাড়ি জমাতে ব্যস্ত। অথচ পৃথিবীতে কোটি কোটি মানুষ আজ গৃহহারা এবং অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। কোটি কোটি শিশু আজ অপুষ্টিতে জরাজীর্ণ এবং শিক্ষাবঞ্চিত। আর এগুলো কি এই তথাকথিত উন্নয়নের প্রতিফল নয়? তাহলে নিশ্চয়ই উন্নয়নের প্রচলিত দর্শনে কোথাও গলদ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন