You have reached your daily news limit

Please log in to continue


খসড়ার পূর্ণাঙ্গ রূপটি প্রকাশ করা জরুরি

দেশে এখন অনেক বিষয় ছাপিয়ে ১৭ জানুয়ারি মন্ত্রিসভায় ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’-এর অনুমোদিত খসড়া আইনটি রাজনীতি, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং বিদেশি দাতা সংস্থার মধ্যে সবচেয়ে নজরকাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আমাদের সংবিধানের ১১৮ (১)তম অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন করার জন্য আইন প্রণয়নের উল্লেখ থাকা সত্ত্বেও আইনটি গত ৫০ বছর দেশের কোনো সরকারই প্রণয়নের উদ্যোগ নেয়নি। আমাদের সংবিধানের ১১৮ ধারার বিভিন্ন উপধারায় নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির ভূমিকার কথা থাকলেও কার্যত তা সেভাবে সংঘটিত হয়নি। ১১৮ (১) ধারাতেই নির্বাচন কমিশন গঠনের আইন প্রণয়নের উল্লেখ থাকা সত্ত্বেও কোনো সরকার সেই উদ্যোগ এত দিন গ্রহণ করেনি। তাই রাষ্ট্রপতি সাধারণত যখন যে সরকার ক্ষমতায় ছিল, সেই সরকারপ্রধানের সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করে এসেছেন। ফলে বেশির ভাগ নির্বাচন কমিশনই নিয়োগদানকারী সরকারের ইচ্ছা-অনিচ্ছার বিরুদ্ধে স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠিত করার নজির উপস্থাপন করতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন