You have reached your daily news limit

Please log in to continue


ঘাতক দালাল নির্মূল কমিটি : আগামীর দৃঢ়তা

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শহীদ পরিবারগুলোর একটা দাবিই দেশজুড়ে সরব হয়ে উঠেছিল, যুদ্ধাপরাধীর বিচার চাই। এই দাবির কণ্ঠে মিলিত হয়েছিল তখনকার বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং সাধারণ জনগণ। পরবর্তী সময়ে চলমান এই দাবি রাজনৈতিক প্রেক্ষাপট বদলানোর পরও কখনো থেমে যায়নি। হয়তো হয়েছে স্তিমিত। চিৎকার হয়নি, তারপরও কখনো হয়নি শব্দহীন। যেহেতু রাজনৈতিক শক্তি ছাড়া কোনো দাবিই পরিপূর্ণ আন্দোলনের রূপ পায় না সেহেতু স্বাধীনতা বিরোধী সরকারের সময় যুদ্ধাপরাধী বিচার দাবিটি কয়েক বছরের জন্য শব্দহীন হয়ে গিয়েছিল।

একাত্তরে মুক্তিযুদ্ধের ঘাতক দালালেরাই স্বাধীন দেশে উদ্ভূত করে আসছিল মৌলবাদী রাজনীতিতে। যাদের সাথে যুদ্ধাপরাধ ওতপ্রোত জড়িত, তারাই হয়ে উঠেছিল মন্ত্রী, এমপি, রাজনৈতিক হর্তাকর্তা। আমাদের অসাম্প্রদায়িক রক্তক্ষয়ী মুক্ত দেশে উগ্র মৌলবাদের বীজ বপন কখনো থেমে থাকেনি তাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন