You have reached your daily news limit

Please log in to continue


‘ব্লাউজ পরে আসুন’, অন্তর্বাস পরে আসায় বিমানে উঠতে পারলেন না প্রাক্তন মিস ইউনিভার্স

এত স্বল্প পোশাকে বিমানে উঠতে দেওয়া যাবে না। পরে আসতে হবে ব্লাউজ বা ওই ধরনের কোনও পোশাক। না, কোনও তালিবান অধ্যুষিত আফগানিস্তান নয়, খোদ আমেরিকাতেই (US) এমন যুক্তি দেখিয়ে বিমানে উঠতে দেওয়া হল না ২০১২ সালের মিস ইউনিভার্স (Miss Universe) অলিভিয়া কুলপোকে।

মার্কিন সেলেব্রিটি অলিভিয়া তাঁর বোন ও বয়ফ্রেন্ডের সঙ্গে মেক্সিকো যাচ্ছিলেন। সেই সময়ই আমেরিকান এয়ারলাইন্সের তরফে তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। জানানো হয়, এভাবে অন্তর্বাস পরে বিমানে ওঠা যাবে না। পরে আসতে হবে ব্লাউজ জাতীয় কোনও পোশাক। জনপ্রিয় ওই মডেলের পরনে ছিল কালো ক্রপ টপ, সাইক্লিং শর্ট ও তার সঙ্গে মানানসই লং সোয়েটার। তাঁকে আটকে দেন এক গেট এজেন্ট। তাঁর বোন অরোরা কুলপো নিজের ইনস্টাগ্রামে ঘটনাটির ভিডিও শেয়ার করেছেন। তাঁর প্রশ্ন, ‘‘অলিভিয়া আর আমি কাবো সান লুকাস রিসর্টে যাচ্ছিলাম। ওর পোশাকটা একবার দেখুন। ওকে সুন্দর দেখাচ্ছে না? ঠিকঠাক দেখাচ্ছে না?’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন