You have reached your daily news limit

Please log in to continue


পরিস্থিতি প্রতিকূল হলে আরও কড়া বিধিনিষেধ জারি হবে

দৈনিক আক্রান্ত ১৫ হাজার, কলকাতায় প্রতি ২ টেস্টে পজিটিভ এক! এ যেন সুনামির ঢেউ। রকেটের গতিবেগে রাজ্যে বাড়ছে সংক্রমণ। আরও ঊর্ধ্বমুখী কোভিডগ্রাফ। একলাফে রাজ্যে দৈনিক সংক্রমণ আরও বেড়ে পৌঁছল ১৫ হাজারে। একইভাবে আতঙ্ক কয়েকগুণ বাড়িয়ে ঊর্ধ্বমুখী কলকাতা, উত্তর চব্বিশপরগনাসহ বেশ কয়েকটি জেলা। সংক্রমণ বাড়ায় আরও বাড়ল মাইক্রোকন্টেইনমেন্ট জোন।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে মোট মাইক্রো কন্টেইনমেন্ট জোন-এর সংখ্যা ৪০৩।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪২১ জন। যা নিয়ে এদিন অবধি মোট ১৬ লাখ ৯৩ হাজার ৭৪৪ জন মরণ ভাইরাসে আক্রান্ত হলেন। জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের মোট সংখ্যা ৪১ হাজার ১০১। নমূলা পরীক্ষা হয়েছিল ৬২ হাজার ৪১৩ জনের। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটির হার অর্থাৎ সংক্রমণের হার ২৪ দশমিক ৭১ শতাংশ। এদিকে রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। এদিনের হিসাব অনুযায়ী, রাজ্যে মোট কোভিড মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ৮৪৬| এদিকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন। যা নিয়ে এদিন অবধি মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩২ হাজার ৭৯৭ জন।


অন্যদিকে,ভয়াবহ অবস্থা কলকাতার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ৬ হাজার ৫৬৯ জন। মহানগরে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৯ শতাংশ। অর্থাৎ কলকাতায় প্রতি দুজনে সংক্রমিত এক জন। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশপরগনা। ওই জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৬০। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার২৪৮ জন। দক্ষিণ চব্বিশপরগনায় ৭৮৭ জন আক্রান্ত হয়েছেন। হুগলিতে ৫৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। পূর্ব ও পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩৯৪ এবং ৯১৯ জন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আক্রান্তের সংখ্যা যহাক্রমে ১১৩ এবং ২৬৩। ঝাড়গ্রামে আক্রান্তের সংখ্যা ৬৬। বাঁকুড়ায় করোনা আক্রান্ত হয়েছেন ১২০ জন। পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা ১৭১। বীরভূমে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৯ জন। নদিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০৮ জন। মুর্শিদাবাদে কোভিড আক্রান্ত হয়েছেন ১৮৩ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন