You have reached your daily news limit

Please log in to continue


সব উপজেলায় মানসম্মত স্কুল-কলেজ নেই কেন

বিগত এক দশকে শিক্ষায় ব্যাপক উন্নয়ন হয়েছে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে। সরকারি তথ্য অনুসারে দেশে প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে সাক্ষরতার হার। তবে তা বাড়ছে খুবই ধীরগতিতে। গত বছরের তুলনায় এ বছর এই হার প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার ৭৫.৬ শতাংশ, যা গত বছর ছিল ৭৪.৭ শতাংশ। সাক্ষরতার হার বৃদ্ধি অব্যাহত থাকলেও দেশের ২৪.৪ শতাংশ মানুষ এখনো নিরক্ষরতার অন্ধকারে নিমজ্জিত। দেশে যত দিন একজনও নিরক্ষর থাকবে, তত দিন পর্যন্ত সরকার সাক্ষরতা কার্যক্রম চালিয়ে যাবে—এমনটি আমার প্রত্যাশা। দেশে শতভাগ সাক্ষরতা অর্জনের বিষয়টিকে কোনোক্রমেই এড়িয়ে যাওয়া যাবে না। বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে যে অগ্রগতি সাধন করেছে এবং ক্রমাগত এগিয়ে যাচ্ছে তা সামগ্রিক অর্থেই ইতিবাচক। শিক্ষায় এত উন্নয়নের পরও প্রতিটি উপজেলায় একটিও মানসম্মত স্কুল-কলেজ নেই কেন—এটাই আমার প্রশ্ন। কারণ ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলেমেয়েদের ভর্তি করানোর জন্য অভিভাবকদের যেতে হচ্ছে রাজধানীতে অথবা জেলা শহরে। এর পরও জেলা পর্যায়ে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত আসন নেই। এতে হয়রানিতে পড়তে হয় অভিভাবকদের। এই হয়রানি কবে বন্ধ হবে কেউ জানে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন