You have reached your daily news limit

Please log in to continue


একুশ শতকের একুশের বিদায়, স্বাগত বাইশ

আজ রাত ১২টায় শেষ হবে এই শতকের ২১ সাল, ঠিক এক মিনিট পরেই শুরু হবে নতুন একটি বছর—২০২২। এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই অনুভূতিসচেতন যেকোনো মানুষকে নাড়া দিয়ে যায়। প্রথম অনুভূতিটি ৩৬৫ দিনের একটি বছরের বিদায়ের। দ্বিতীয় অনুভূতিটি পরবর্তী ৩৬৫ দিনের নতুন একটি বছরের সূচনালগ্নের। প্রথমটি এক বছরের নানা অভিজ্ঞতায় জানা দিনগুলোর কথা। দ্বিতীয় অনুভূতিটি শুধুই প্রত্যাশার নানা অজানা এক ভবিষ্যতের পথচলার স্বপ্ন দেখা। প্রতিবছরই মানুষ এমন এক সন্ধিক্ষণে উপনীত হয় যখন পেছনে ফিরে দেখার চেষ্টা করা ফেলে আসা বছরটি ব্যক্তিগত সুখ-দুঃখ অর্জন ও ব্যর্থতার মতোই জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ৩৬৫ দিনের হিসাবনিকাশ অনেকটাই জানা থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন