You have reached your daily news limit

Please log in to continue


অমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর

করোনার বুস্টার ডোজ অমিক্রনের প্রভাবে গুরুতর অসুস্থতা প্রতিরোধে অন্তত ৮৫ শতাংশ কার্যকর বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। যুক্তরাষ্ট্রের গবেষকদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনার অন্য ধরনগুলোতে টিকা যতখানি সুরক্ষা দিতে পারে সে তুলনায় অমিক্রনের সুরক্ষার হার কিছুটা কম। তবে বুস্টার ডোজের কার্যকারিতায় হাসপাতালে ভর্তির হার কমে আসবে বলে মনে করছেন গবেষকরা।

বৃহস্পতিবার যুক্তরাজ্যে ৮ লাখ ৬১ হাজার ৩০৬ জনকে বুস্টার এবং তৃতীয় ডোজ সম্পন্ন করার রেকর্ড গড়ে এ তথ্য প্রকাশ করা হয়। পুনরায় করোনা সংক্রমণে অমিক্রন পাঁচগুণ বেশি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে গবেষকরা। এমনকি ডেল্টার চেয়ে এর উপসর্গ কোন অংশেই কম নয় বলে জানিয়েছেন তারা। গবেষকরা আরও জানিয়েছেন, অমিক্রনের প্রভাব কতোটা ভয়াবহ বা কতোটা মৃদু হতে পারে সেটা নির্ণয়ের চেষ্টা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন