You have reached your daily news limit

Please log in to continue


ওমিক্রন হোক না হোক : সতর্কতাতেই মুক্তি

কোভিড প্যান্ডেমিকে জর্জরিত পৃথিবীতে নতুন মাথাব্যথার নাম ওমিক্রন। ডেল্টার ধাক্কাটা কাটিয়ে উঠে আমরা যতটা স্বস্তিতে, পৃথিবীর অনেক প্রান্তে অনেকেই অতটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না। আমেরিকায় প্রতিদিন শনাক্ত হচ্ছিল লাখের কাছাকাছি মানুষ আর অসহায়ভাবে মৃত্যুবরণ করছিলেন আরো প্রায় কম-বেশি হাজারখানেক। নেদারল্যান্ডে এরই মাঝে একদিনে শনাক্ত হয়েছে বিশ হাজারের বেশি রোগী, যা দেশটির জন্য একদিনে সর্বোচ্চ।

আমার একজন ডাচ কোলাবরেটর কদিন আগে বলছিলেন যে সে দেশে এখন মৃত্যুযোগ্য মানুষের ঘাটতি পড়ছে! ইউরোপের দেশে দেশে যখন এভাবে দাপিয়ে বেড়াচ্ছে কোভিড, ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব নতুন কোভিড খলনায়ক ওমিক্রনের। স্পাইক প্রোটিনে কম-বেশি ত্রিশটি আর রিসেপ্টার প্রোটিনে আরো প্রায় বিশটি মিউটেশন নিয়ে মাঠে হাজির ওমিক্রন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন