জন্মনিবন্ধনে বৈশ্বিক অভিজ্ঞতা ও বাংলাদেশ

বণিক বার্তা হুমায়ুন কবির প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১৪:০১

নাম ও জাতীয়তা প্রতিটি শিশুর মৌলিক মানবাধিকার। জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক কনভেনশন এবং অন্য আন্তর্জাতিক বিধিব্যবস্থায় এটা স্বীকৃত। আলোচ্য অধিকার সুরক্ষায় সঙ্গতকারণে সেখানে জন্মের স্বল্পতম সময়ে সরকারি নিবন্ধন নিশ্চিতে গুরুত্ব দেয়া হয়েছে। প্রতিটি দেশই এর সঙ্গে সঙ্গতিপূর্ণ আইন, নিয়মনীতি প্রণয়ন করেছে, ঘটিয়েছে সহায়ক প্রক্রিয়ার উন্নয়ন।


তবু ইউনিসেফের হিসাব অনুযায়ী বিশ্বের প্রায় পাঁচ বছরের নিচে প্রায় ২৩০ মিলিয়ন শিশু নিবন্ধনের বাইরে রয়ে গেছে। বাংলাদেশও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। আমাদের সরকারি নিয়মে জন্মের ৪৫ দিনের মধ্যে নবজাতকের নিবন্ধন প্রক্রিয়া শেষ করার বাধ্যবাধকতা আছে।কিন্তু নিয়মটি যথাযথভাবে পরিপালন হচ্ছে না।


তথ্য বলছে, আইনি বাধ্যবাধকতা সত্ত্বেও পাঁচ বছরের নিচে আনুমানিক এক কোটির বেশি শিশু এখনো নিবন্ধনের বাইরে। তার মানে এতসংখ্যক শিশু রাষ্ট্র বা আইনের চোখে অদৃশ্য। ফলে স্বীকৃত পরিচয়ের প্রমাণ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য এবং আইনি সুবিধাসহ অন্য মৌলিক সেবাপ্রাপ্তি থেকে তারা অনেকক্ষেত্রে বঞ্চিত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us