You have reached your daily news limit

Please log in to continue


মাদক ব্যবসা ছাড়তে পারবে না তালেবান

আফগান নীতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বোকামিপূর্ণ কৌশল ব্যর্থতায় পরিণত হয়েছে। প্রথমত, দেশটিতে পাকিস্তানের মদদপুষ্ট তালেবানরা ক্ষমতায় এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা এবং পরের হানাহানি থেকে এটা নিশ্চিত যে আগের তালেবান আমলের চেয়ে এবারের তালেবান শাসন ভিন্ন হওয়ার আর কোনো আশা নেই। মন্ত্রিসভার উচ্চপদে আন্তর্জাতিক সন্ত্রাসী ও মাদকসম্রাটেরা ঠাঁই পেয়েছেন।

আফগানিস্তানে বিশ্বের ৮০ শতাংশ আফিম চাষ হয়, যা তালেবানকে বিশ্বের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ীতে পরিণত করেছে। আফিম উৎপাদনের নিয়ন্ত্রণ ও সেখান থেকে কর আদায় করে তালেবান। আফিম পাচার তদারকি এবং পাচার নেটওয়ার্ককে নিরাপদ রাখে তারা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, পপিভিত্তিক মাদক ও কৃত্রিম মাদক উৎপাদন ও পাচার তালবানের সবচেয়ে বড় আয়ের উৎস। তালেবান মাদক ব্যবসার ওপর এতটাই নির্ভরশীল যে তাদের নেতারা আয়ের ভাগাভাগি নিয়ে প্রায়ই নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন