You have reached your daily news limit

Please log in to continue


জলে জ্বালানি: বায়ুতে আয়ু

বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবক জেমস ওয়াটের জন্মভূমি স্কটল্যান্ডে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের প্রতিশ্রুতিবদ্ধ হলেন বিশ্বনেতারা। সংখ্যায় তারা শতাধিক। এবারের জলবায়ু সম্মেলনে চাঞ্চল্যকর এবং বড় বোঝাপড়ার সমঝোতা চুক্তি এটি। দেশ-বিদেশের পরিবেশবিষয়ক বিশেষজ্ঞদের কাছে এটি দশ কাজের এক কাজ। এর আগে, ২০১৪ সালে বন উজাড় নিয়ে করা চুক্তির দশা স্মরণ না করে পারা যায় না। এবার বাস্তবে কী হবে, প্রতিশ্রুতি কদ্দূর ফলবে- সেটা অপেক্ষার বিষয়।

স্কটল্যান্ডের গ্লাসগোতে বহুপ্রতীক্ষিত ২৬তম জলবায়ু সম্মেলনে নেয়া সমঝোতা চুক্তি নিয়ে শঙ্কা-সন্দেহ থাকলেও আপাতত আশাবাদী হতে সমস্যা নেই। বন উজাড় বন্ধের চুক্তির সাফল্য সুস্থ মানুষ মাত্রই কাম্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন