সাম্প্রদায়িক হামলা বনাম আইনের শাসন

সমকাল মোশতাক আহমেদ প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ১৩:২২

দেশের বিভিন্ন এলাকায় যখন সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে, ঠিক তখন ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) তাদের বৈশ্বিক 'আইনের শাসন সূচক' প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদন অনুযায়ী আইনের শাসনের সূচকে ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৪তম। এর আগের বছরের সূচকে ১২৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১২২তম।


স্পষ্টতই আইনের শাসনের সূচকে বাংলাদেশের অবস্থা ক্রমাবনতিশীল। হতে পারে বাংলাদেশের ক্রমহ্রাসমান সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দেশের ক্রমবিকাশমান মৌলবাদী শক্তির আক্রমণের সঙ্গে এই প্রতিবেদন প্রকাশের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। নিতান্ত কাকতালীয়ভাবেই দুটি বিষয় মিলে গেছে। কিন্তু এ দুয়ের মাঝে একটা অন্তর্নিহিত এবং গূঢ় সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। আর সে কারণেই কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে বা হচ্ছে, তাতে ব্যথিত এবং ক্ষুব্ধ হলেও বিস্মিত নই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us