You have reached your daily news limit

Please log in to continue


স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে ১৯৭১-এর চেতনায় উজ্জীবিত করতে হবে

বর্বরতম গণহত্যার ধ্বংসাবশেষ থেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হওয়ায়, কাউকে যেন দেশের মাটিতে তার ধর্মের কারণে বঞ্চনার শিকার হতে না হয়— এটি ছিল প্রত্যেক মুক্তিযোদ্ধার গণতন্ত্র ও সাম্যের প্রতি দৃঢ় অঙ্গীকারের পাশাপাশি আরও একটি সংকল্প।

হাজারও মুক্তিযোদ্ধার মতো পরিষ্কারভাবে মনে আছে, পাকিস্তান কখনো সংখ্যালঘু তথা হিন্দু ধর্মাবলম্বীদের রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে চায়নি। নাগরিক হিসাবে তাদের সম্মান করেনি। পাকিস্তান রাষ্ট্রে তারা নানাভাবে বঞ্চনার শিকার হয়েছে। মুক্তিবাহিনীতে আমাদের সঙ্গে অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী সতীর্থ ছিলেন। তাদের ত্যাগ, দেশপ্রেম, মুক্তি সংগ্রাম ও বাংলাদেশের প্রতি ভালোবাসা আমাদের কারও চেয়ে কোনো দিক দিয়ে কম ছিল না। পাকিস্তান তাদের সঙ্গে যে আচরণ করেছিল স্বাধীন বাংলাদেশে আমরা তার অবসান ঘটাব, আমাদের সংকল্পও তো এমনই ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন