You have reached your daily news limit

Please log in to continue


ভরসার কেন্দ্রে কিন্তু জনগণই

আমরা নিশ্চয়ই গণতন্ত্র চাই, কিন্তু আসবে কি? তেমন লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। ওই প্রসঙ্গ ওঠাতে গেলে গভীর দুঃখ উথলে ওঠে, নিজেদের বেলায় যেমন, অন্য দেশের কথাটাও ভাবতে হয়। ভারতে নির্বাচনে যে গেরুয়াধারী রামভক্তরা ক্ষমতায় এসেছেন, তাঁদের ভাবসাব কিন্তু মোটেই গণতন্ত্রীদের মতো নয়। সেখানে আবারও নির্বাচন হবে, তাতে বুর্জোয়া দলগুলো যে রামভক্তদের হটিয়ে সর্বভারতীয় রাষ্ট্রক্ষমতা দখলে নিতে পারবে—এমন ভরসা আপাতত দেখা যাচ্ছে না। বামপন্থীরা মোটামুটি ছত্রভঙ্গ দশাতে রয়েছেন। বড় রকমের পরিবর্তন প্রত্যাশা করা মোটেই ন্যায়সংগত নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন