You have reached your daily news limit

Please log in to continue


কোভিডের তৃতীয় ঢেউ ও আগাম সতর্কতা

ভোট ও ভোট-প্রচারের সুযোগে পশ্চিম বাংলায় বিধ্বংসী রূপ নিয়েছিল কোভিডের দ্বিতীয় ঢেউ। ফের একই রকম আশঙ্কা দেখা দিয়েছে শারদোৎসবকে ঘিরেও। অন্তত জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞ কমিটির রিপার্ট তেমনই বলছে। রিপার্টে বলা হয়েছে, অক্টোবরে কোভিডের তৃতীয় ঢেউ সবচেয়ে বিধ্বংসী আকার নেবে। প্রতিদিন প্রায় ৪-৫ লাখ মানুষ সংক্রমিত হবে। সেই তালিকায় প্রাপ্তবয়সিদের পাশাপাশি বিপুল সংখ্যায় শিশুও থাকবে।

এই রিপোর্টে বাংলার আকাশে সিঁদুরে মেঘ দেখা দিতে শুরু করেছে। পুরো শরত্কাল জুড়েই বাংলায় উৎসবের আবহ চলে। গত বছরও কোভিড-আতঙ্কে নমঃ নমঃ করে দুর্গা, লক্ষ্মী, কালী, জগদ্ধাত্রীর আরাধনা হয়েছে। এবারও শরতের নীল আকাশে একই রকম কোভিডের মেঘ দেখা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন