You have reached your daily news limit

Please log in to continue


মুক্তিসংগ্রামের সশস্ত্র রণকৌশল ও শেখ মুজিব

(সোমবার প্রথম কিস্তির পর)

২. ১৯৫১-তে রাওয়ালপিন্ডি মামলার কার্যক্রম সম্পন্ন হয়েছিল গোপনে। পাবলিক শুনেছে শুনানি চলছে, জানতে পারেনি কীভাবে এগোচ্ছে মামলা। ১৯৬৮-তে আইয়ুব খান ভেবেছিলেন যে আগরতলা মামলা যেহেতু আরও বেশি রাজনৈতিক, তাই এটিকে প্রকাশ্যে করলে দেশপ্রেমিক পশ্চিমের মানুষ তো অবশ্যই, পূর্ববঙ্গের মানুষও ষড়যন্ত্রকারীদের ওপর ভীষণভাবে ক্ষেপে উঠবে। একজন সামরিক অফিসার মন্তব্য করেছিলেন, হয়তো দেখা যাবে ‘রাষ্ট্রদ্রোহীদে’র পরিবারকে পুলিশের পাহারা দিয়ে রক্ষা করতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন