You have reached your daily news limit

Please log in to continue


সমঝোতা হলো, স্বস্তি এলো কি

বরিশালের ঘটনার আপাত বিরতি ঘটল। গত কয়েক দিন পত্রিকার পাতা, টেলিভিশনের পর্দাজুড়ে সংবাদ, বিশ্লেষণ, বিতর্ক চলল অবিরাম। করোনা সংক্রমণ রোধ করতে যে কড়াকড়ি ছিল তা শিথিল হওয়ায় চায়ের দোকানে বা চায়ের টেবিলেও বিতর্ক কম ছিল না। উচ্চপর্যায়ের নির্দেশ আর হস্তক্ষেপে আমলাতন্ত্র বনাম ক্ষমতাসীন দলের দলীয় ক্ষমতার মল্লযুদ্ধে আপাত বিরতি ঘটলেও নিষ্পত্তি হয়েছে তা বলা যাবে না। বলা হয়েছে এটা নাকি ছিল ‘ভুল বোঝাবুঝি’। যা ঘটেছে তা কি ভুল কাজ ছিল, না কাজটা সঠিক কিন্তু বুঝতে ভুল হয়েছিল? এই বিচার আর করা হলো না। কিন্তু, আসুন! সব ভুলে যাই বলে মিটমাট করে ফেললে যে সব মিটে যায় না অতীতের বহু ঘটনা তার সাক্ষী। আর বরিশালে মেয়র বনাম ইউএনও বিরোধ বলে যা প্রচার হয়েছে তা তো প্রথম ঘটনা নয়। দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের প্রভাবশালী জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে কমপক্ষে ১৭টি ঘটনায় বিরোধের নগ্ন প্রকাশ ঘটেছে এবং আশঙ্কা করা যায় আরও ঘটবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন