You have reached your daily news limit

Please log in to continue


বাবার ডায়েরির পাতা থেকে

আজ কথা বলছি বাবাকে নিয়ে। একজন সন্তানের ভাগ্যে কতদিন তার পিতার স্নেহ বরাদ্দ রয়েছে এর কোনো সঠিক উত্তর দেওয়া কঠিন। এর হিসাব একমাত্র মহান সৃষ্টিকর্তা ছাড়া কেউই বলতে পারেন না। তারপরও আমার মনে হয়, এমনকি এই ভুবন থেকে পিতার প্রত্যাবর্তনের পরও তার স্নেহের অদৃশ্য এক পরশে সন্তান সদা আবৃত থাকে। এ পৃথিবীতে অনেক সন্তান মাতৃগর্ভে থাকাকালেই পিতৃহীন হয়। এই সন্তান জন্মের পর কোনোদিন তার বাবাকে ডাকতে পারে না। পিতৃস্নেহের অপার স্বাদ থেকে হয় বঞ্চিত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) একজন পিতৃস্নেহ বঞ্চিত মানুষ। তার জন্মের আগেই তার পিতা আবদুল্লাহ মারা যান। আমরা যারা পিতৃস্নেহ পেয়েছি তারা অবশ্যই অত্যন্ত ভাগ্যবান। শুধু পিতৃস্নেহ বলে কথা নয়, পিতার বিশুদ্ধ শিক্ষা ও সাহচর্যে বেড়ে ওঠা প্রত্যেক সন্তান তার জীবনের পরিণত বয়স পর্যন্ত পিতার পরোক্ষ আশিসপুষ্ট পরশ অনুভব করে। পিতার দৈনন্দিন কার্যক্রম, জীবনচর্চা এবং অভ্যাস বা শখ সবকিছুই সন্তানকে প্রভাবিত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন