You have reached your daily news limit

Please log in to continue


করোনা যাচ্ছে বাড়ি

টিলো এক্সপ্রেস খেলা এখন চূড়ান্ত পর্বে। খেলায় একটি পক্ষ নিয়মিত ম্যাচ জিতে যাচ্ছে। অপর পক্ষ কখনো কখনো সমতায় ফিরে আসা বা জিতে যাওয়ার সম্ভাবনা তৈরি করলেও, শেষ পর্যন্ত আর পেরে উঠেনি। হেরে গেছে আত্মঘাতী সিদ্ধান্ত। প্রায় দেড় বছরের খেলায় এখন ভয়াবহ ভরাডুবির মুখে বাংলাদেশ।

অদৃশ্য অণুজীব মহাসমারোহে জয়যাত্রা অব্যাহত রেখেছে। প্রতিদিন শতকরা ত্রিশ ভাগ হারে আক্রান্ত করছে মানুষকে। প্রাণ কেড়ে নিচ্ছে দুইশ’র বেশি মানুষের। মে মাসে মনে হচ্ছিল, বাংলাদেশ করোনাকে অনেকটাই প্রতিরোধ করতে পেরেছে। সংক্রমণের হার একক অঙ্কের কাছাকাছি চলে এসেছিল। মৃত্যুর হারও নেমে এসেছিল কুড়ির কাছে। কিন্তু ডেল্টা, আফ্রিকান ভ্যারিয়েন্ট যখন সক্রিয় হলো, কাবু করে ফেলল গোটা ভারতকে, তখনই আশঙ্কা করা হচ্ছিল, ঐ ভ্যারিয়েন্ট বাংলাদেশে আঘাত করবে। একই বিপর্যয় নেমে আসতে পারে বাংলাদেশে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন