You have reached your daily news limit

Please log in to continue


আমলা থাকুক, আমলাতন্ত্র নয়

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের একটি উদ্যোগ নিয়ে সম্প্রতি জাতীয় সংসদ উত্তপ্ত হয়ে উঠেছিল। সংবাদমাধ্যমে বলা হয়েছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন সিনিয়র সংসদ সদস্য 'কঠোর সমালোচনা' করেছেন। 'কঠোর' কিংবা 'নরম' সমালোচনা যা-ই হোক না কেন, বিষয়টি যে জাতীয় সংসদে আলোচনায় এসেছে তা বিলম্বে হলেও ভালো। জাতীয় সংসদেই তো আলোচনা-সমালোচনা হবে, এটিই প্রত্যাশিত, যদিও এই প্রত্যাশা বহুবার হোঁচট খেয়েছে। এমনকি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনার বাইরেই থেকে গেছে। এমতাবস্থায় যা হয়ে গেল তাই-বা কম কিসের, যদি আমরা সহজসরল সমীকরণ করি। কিন্তু এখন কি হঠাৎ করে সিনিয়র ক'জন সংসদ সদস্য উচ্চকণ্ঠ হলেন তাদের স্বার্থে আঘাত লাগার কারণে- এমন প্রশ্ন উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন