You have reached your daily news limit

Please log in to continue


অপ্রাপ্ত বয়স্ককে মৃত্যুদণ্ড দিলো সৌদি আরব

সৌদি আরবে আন্দোলন ও প্রতিবাদ করার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মোস্তাফা হাশেম আল-দারউইশ নামের এক ব্যক্তির। বুধবার দেশটির দাম্মাম শহরে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৫ সালে মোস্তাফা হাশেমের বিরুদ্ধে প্রতিবাদ সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়, তখন তার বয়স ছিল ১৮ বছরের নিচে। মৃত্যুদণ্ড পাওয়া মোস্তাফা হাশেম ছিলেন শিয়া মতাবলম্বী। 

১৭ বছর বয়সে অপরাধের জন্য মোস্তাফা হাশেমের মৃত্যুদণ্ড কার্যকরের সামলোচনা করেছে সৌদি আরবের মানবাধিকারকর্মীরা। তাদের দাবি, এ ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে দেশটিতে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান এখনও রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয় ১৮ বছরের নিচে কাউকে মৃত্যুদণ্ড দেয়া হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন