You have reached your daily news limit

Please log in to continue


‘থাকব না কো বদ্ধ ঘরে’

করোনা মহামারির বিস্তার রোধে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে, যথাসম্ভব ঘরে থাকতে। অন্য মানুষজনের সঙ্গ ও ভিড় এড়িয়ে চলতে। কিন্তু আমাদের দেশের মানুষ কিছুতেই ঘরে থাকতে চাইছে না। সুযোগ পেলেই বাইরে বেরিয়ে পড়ছে। এদেশের মানুষ যেন কাজী নজরুলের কবিতার মতো সংকল্প করেছে :‘থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগত্টাকে,—/ কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।/ দেশ হতে দেশ দেশান্তরে/ ছুটছে তারা কেমন করে,/ কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,/ কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণাকে।’ আমাদের প্রতিবেশী দেশ ভারতে করোনায় প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। সেখানে হাসপাতালগুলো করোনা রোগীতে উপচে পড়ছে। বেড নেই, অক্সিজেন নেই, ভেন্টিলেটর নেই, এমনকি কোথাও কোথাও করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের সত্কারেরও সুবন্দোবস্ত নেই। বেওয়ারিশ লাশ গঙ্গায় ভেসে উঠছে। এসব খবর বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারও করা হচ্ছে। কিন্তু আমাদের দেশের মানুষের তাতে হুঁশ নেই। ‘রাখে আল্লাহ মারে কে’ আপ্তবাক্যে বিশ্বাসী অনেক মানুষ স্বাস্থ্যবিধি ও সরকারি ঘোষণাকে প্রহসনে পরিণত করে দিগ্বিদিক ঘুরে বেড়াচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন