You have reached your daily news limit

Please log in to continue


করোনাকালেও গড়ে প্রতিদিন পাঁচজন ধর্ষণের শিকার

২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের এপ্রিল। এ ১৬ মাসে দেশব্যাপী ২০১৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ভিকটিমদের মধ্যে ১৩ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যাই বেশি। ২০২০ সালে ১৬২৭টি ধর্ষণেরে ঘটনায় এ বয়সীর সংখ্যা ছিল সাড়ে তিন শ’র মতো। ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৭১ জন। আত্মহত্যা করেন ১৮ জন। এ ছাড়া ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে ৪০২টি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য পর্যালোচনা করে আরও দেখা গেছে, ৭ থেকে ১২ বছর শিশুরাও ধর্ষণের হাত থেকে রেহাই পায়নি এ সময়।

বিশ্লেষকরা বলছেন, সামাজিক-পারিবারিক এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে যৌনশিক্ষা দেওয়া হয় সেটা সঠিক নয়। সঠিক যৌনশিক্ষা দেওয়া হলে এবং সেইসঙ্গে ছেলেমেয়েরা যদি নৈতিক শিক্ষার বলয়ে বেড়ে ওঠে, তবে তাদের মধ্যে সহিংস হওয়ার প্রবণতা কমবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন