You have reached your daily news limit

Please log in to continue


করোনাই কেবল ভালো আছে

করোনা নির্দোষে নিরপেক্ষতায়-নিরবচ্ছিন্নতায় যা করার করেই যাচ্ছে। দোষের পুরোভাগে সরকার। দোষী-দায়ী সাব্যস্ত করে বলা হচ্ছে, সরকারের ব্যর্থতার কারণেই কোভিড-নাইনটিন নামের ঘাতকটি দাপটের সঙ্গে চোখ রাঙিয়ে যাচ্ছে। সরকারের দোষেই এতো মৃত্যু-সংক্রমণ বাড়ছে। দোষী বিরোধীদলও। তাদের উল্টাপাল্টা ভূমিকায় মানুষ স্বাস্থ্যবিধিতে অনিহা দেখাচ্ছে। আবার সাধারণ মানুষও ব্যাপক দায়ী। তাদের অসচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনাকে রোখা যাচ্ছে না।

নির্দোষের তো করণীয় কিছু থাকে না। তাই নিজে বহাল তবিয়তে ভালো থাকা ছাড়া করোনার করার কিছু নেই। ভালো থাকাই তার দায়িত্ব। সব করনীয় ও দায়িত্ব দায়ীদেরই। দায়ি পক্ষগুলোর সবাই দোষারোপে মত্ত। চরম উত্তেজিত-মারমুখীও। এক পক্ষ বলছে ‘মার্কেট খুলে দিয়ে সাড়ে সর্বনাশ করছে গন্ডার সরকার!’ আরেক পক্ষ বলছে, ‘মার্কেট না খুললে এতো মানুষ খাবে কী? চলবে কিভাবে? যুক্তিতে সবপক্ষই বড় কড়া। করোনাকে মোকাবেলা কারোই সাবজেক্ট-অবজেক্ট নয়। করোনার ফাঁকে চামেচুমে নিজে বাঁচাই সারকথা। নিজেকে ইনট্যাক্ট বা নিরাপদ রেখে বাদবাকিদের করোনাক্রান্তের তালিকায় ভাবার মানসিকতা একদম স্পষ্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন