You have reached your daily news limit

Please log in to continue


মনের বন্দিত্বে নেই বৈশাখী উৎসব

পরপর দুবছর বাঙালির সবচেয়ে বড় উৎসব বাংলা নববর্ষ উদযাপন করোনা বন্দিত্বে আটকে গেছে। বৈশি্বক এই মহাসংকটকে তো আর এড়ানোর উপায় নেই। গত বছর তবু কোথাও কোথাও বাঙালি উৎসব নিয়ে কিছুটা প্রকাশ্য হয়েছিল। কিন্তু এবার দ্বিতীয় ঢেউয়ের যে চণ্ডরূপ তাতে ঘরবন্দি থাকা ছাড়া কোনো উপায় নেই। তার পরও বাঙালি তার অন্তরে ধারণ করা নববর্ষকে অন্তরের আবেগ আর আনন্দ দিয়েই বরণ করবে। বাঙালির নববর্ষ শুধু বর্ষবরণের আনন্দই নিয়ে আসে না, নিয়ে আসে এক সংগ্রামী ঐতিহ্যের ইতিহাস। তা ছাড়া বাঙালির পহেলা বৈশাখ উদযাপন একটি নির্দিষ্ট ধারাবাহিকতায় বয়ে চলেনি। সময়ের পরিক্রমে এই দিবস তর্পণে বৈচিত্র্যও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন