You have reached your daily news limit

Please log in to continue


চারদিকে যা ঘটেছে এবং ঘটছে

সমকালের সহৃদয় পাঠকদের কাছে প্রথমেই ক্ষমা চাই। দীর্ঘ এক মাস আমার কলাম লিখতে পারিনি। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি যখন রোগশয্যায় তখন দেশে ও বিদেশে বহু ঘটনা ঘটে গেছে। তার কোন বিষয়টি নিয়ে লিখব তাও এক ভাবনার বিষয়। প্রথমেই মনে পড়ে আলজাজিরার সেই জঘন্য অনুষ্ঠানটির কথা, যা একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই ছিল না। এটি স্পষ্টভাবে ধরা পড়ে, এ অনুষ্ঠানের কুশীলবদের অতীত তৎপরতার দ্বারা। তারা শেকসপিয়রের ড্রামার শাইলক চরিত্রের ঊর্ধ্বে উঠতে পারেননি। বাংলাদেশের শরীর থেকে যেন এক খণ্ড মাংস নিতেই হবে। বাংলাদেশের হূৎপিণ্ডে বারবার আঘাত করতে গিয়ে এই ব্যক্তিরা এত বেশি পরিচিত হয়েছেন যে, আলজাজিরার অনুষ্ঠানের পেছনে তাদের উদ্দেশ্যটা কী তা বুঝতে কারও বাকি থাকেনি। এরা কাদের দ্বারা প্ররোচিত হয়ে দীর্ঘকাল ধরে বাংলাদেশের বিরুদ্ধে লেগেছেন, তা কেউ জানে না। অনেকেই মনে করেন, এর সঙ্গে পাকিস্তান মিলিটারি গোয়েন্দা চক্র যুক্ত। আবার কেউ কেউ মনে করেন, মধ্যপ্রাচ্যের বাংলাদেশবিরোধী কয়েকটি গোষ্ঠীর টাকায় এই চক্রান্ত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন