You have reached your daily news limit

Please log in to continue


দৌলতপুরের দুর্গম চর: পুলিশের আনাগোনা বেড়েছে, কমেছে অপরাধ

মূল ভূখণ্ড থেকে ইউনিয়ন তিনটিতে যেতে নৌপথে ৮-১০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হয়। দীর্ঘ এই নদীপথের কারণে যমুনা নদীবেষ্টিত এসব চরে পুলিশের খুব একটা যাতায়াত ছিল না। তবে দিন পাল্টেছে। বিট পুলিশিং কার্যক্রম চালু হওয়ায় বেড়েছে পুলিশের আনাগোনা। আর কমে আসছে সামাজিকসহ ছোটখাটো বিভিন্ন অপরাধ। কমেছে মামলাও। বাঘুটিয়া, বাচামারা ও চরকাটারী নামের এই ইউনিয়ন তিনটি পড়েছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়। প্রতিবছরই যমুনার ভাঙনে এসব চরের বাসিন্দাদের জমিজমা ও বসতবাড়ি নদীতে ভেঙে যায়। আবার শুষ্ক মৌসুমে চর জেগে ওঠে। এতে জমিসংক্রান্ত বিরোধ এসব এলাকায় অন্যতম সমস্যা। এ ছাড়া বাল্যবিবাহ, মাদকসহ অন্যান্য সামাজিক অপরাধও ঘটে এসব এলাকায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন