You have reached your daily news limit

Please log in to continue


যেসব সংকট থেকে সাংবাদিকতাকে বাঁচাতে হবে

বছরের প্রায় শুরু থেকেই চারদিকে দুঃসংবাদ। অধিকাংশই মুঠোফোনে। সংবাদপত্রের অনলাইন, খবরের পোর্টাল, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সাধারণ বার্তা, টেলিফোন—সব মাধ্যমেই এই দুঃসংবাদের ছড়াছড়ি। আধুনিক কালের মুঠোফোনের পর্দায় আঙুল ঠেলেই এসব মন খারাপের খবর মেলে, কিন্তু আঙুল ঠেলার অভ্যাস তো কেউ ছাড়ি না। দুঃসংবাদের স্রোতে সাঁতার কাটার এই অভ্যাসকে এখন বলা হচ্ছে ডুমস্ক্রলিং বা ডুমসার্ফিং। চলতি বছরেই এই শব্দ দুটির আবির্ভাব এবং বিস্তার লাভ ঘটেছে। অভিধানপ্রণেতারা এখনো তা অভিধানে যোগ করেননি, তবে মেরিয়াম ওয়েবস্টার বলছে, তারা এই শব্দগুলোর ওপর নজর রাখছে। নিউজিল্যান্ড অবশ্য গেল সপ্তাহে এই বিশেষণকেই ২০২০ সালের শব্দ (ওয়ার্ড অব দ্য ইয়ার) ঘোষণা করেছে। আমাদের জন্য, অর্থাৎ সংবাদমাধ্যমের জন্য দুঃসংবাদ হচ্ছে, এই দুর্ভাগ্যই যেন এখন স্থায়ী হতে চলেছে। সাংবাদিকতার জন্য ২০২০ হচ্ছে একটি শোচনীয় বছর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন