You have reached your daily news limit

Please log in to continue


ভাইরাল হলে শুধু বিচার কেন

আমি পড়াশোনার কারণে বছর পাঁচেক ইংল্যান্ডে ছিলাম। সেখানে মাঝেমধ্যে পত্রিকায় নৃশংস অপরাধের বিবরণ ছাপা হতো। কম হলেও ধর্ষণের সংবাদ থাকত। কিন্তু কোনো দিন দেখিনি যে ধর্ষকের পরিচয় হচ্ছে সে ক্ষমতাসীন দলের (বা কোনো অঙ্গ সংগঠনের) সদস্য এবং এ কারণে তার বিরুদ্ধে কেউ মামলা করতে সাহস পাচ্ছে না। আমাদের দেশে পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। এখানে ধর্ষক কোনো না কোনো ভাবে ক্ষমতাসীন দলের সঙ্গে সংযুক্ত কেউ। ব্যতিক্রম কিছু যে নেই, তা নয়। ধর্মীয় অঙ্গনে বিকৃত যৌনাচারের, মজনুর মতো ভবঘুরে ধর্ষক বা কোনো বাহিনীর বা বিরোধী দলের কিছু ধর্ষকের খবরও আসে। কিন্তু মোটামুটি ৮০ ভাগ ক্ষেত্রে ধর্ষকের পরিচয় ক্ষমতাসীন দলের কেউ সে। সুবর্ণচর, এমসি কলেজ বা অতি সাম্প্রতিক বেগমগঞ্জের পাশবিক ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা চট করে আমাদের তা মনে করিয়ে দেয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন