You have reached your daily news limit

Please log in to continue


পাপোশ আর সাড়ে তিন ফুট জায়গাই তদন্তের মূল সূত্র

ঘরের চৌকি আর একচিলতে বারান্দার যেখানে পড়ে ছিলেন প্রৌঢ়, তার মাঝের দূরত্ব সাড়ে তিন ফুট। এবং একটি পাপোশ। তদন্তকারীদের নজরে আপাতত এই দু’টি বিষয়। ট্যাংরার ডি সি দে রোডে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু আদতে খুন কি না, সেই তদন্তে নেমে পুলিশের অনুমান, রবিবার রাতে যা ঘটেছে তা ওই সাড়ে তিন ফুট জায়গাতেই। সেই সঙ্গে পুলিশকে ভাবাচ্ছে, প্রৌঢ় খুন হয়ে থাকলে তাঁর কোমরের নীচে থাকা পাপোশের ওই অবস্থান হত কি না। সোমবার সকালে ডি সি দে রোডের একটি বাড়িতে বাবু দাস নামে বছর ষাটেকের এক প্রৌঢ় খুন হয়েছেন বলে ট্যাংরা থানায় খবর যায়। প্রৌঢ়ের স্ত্রী শোভাদেবী প্রথমে দাবি করেন, তাঁদের একমাত্র ছেলে রাজা দাস বাবাকে খুন করেছেন। পরে যদিও সেই দাবি থেকে সরে আসেন প্রৌঢ়া। বাণিজ্যে স্নাতক রাজা চাকরি না পাওয়ায় সংসারে অভাব ছিলই। লকডাউনে তা আরও বাড়ে। তার মধ্যে রোজ মত্ত অবস্থায় রাতে বাড়ি ফিরতেন রাজা। এ নিয়ে পরিবারে ঝামেলা লেগেই থাকত বলে শোভাদেবীর দাবি। ঘটনার রাতেও ওই অবস্থায় ফিরে তিনি মাকে বালিশ চাপা দিয়ে খুন করার হুমকি দিয়েছিলেন বলে জেনেছে পুলিশ। তাই রাতে তিনি অন্যত্র শুয়েছিলেন বলে পুলিশকে জানান শোভাদেবী। পুলিশ রাজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে পুলিশ যখন খবর পেয়ে ঘটনাস্থলে যায় তখন রাজা ঘরেই ঘুমিয়ে ছিলেন। কেউ খুন করে কি ঘরে ঘুমিয়ে থাকতে পারেন? এখানেই ধন্দ পুলিশের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন