অ্যাসাঞ্জকে সতর্ক করলো লন্ডনের আদালত

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫

টানা কয়েক মাস পর সশরীরে শুনানিতে অংশ নিয়ে লন্ডনের আদালতের সতর্ক বার্তা শুনেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নেন তিনি। এই সময়ে মার্কিন সরকারের আইনজীবীর বক্তব্যের মধ্যে তাকে ‘ননসেন্স’ আখ্যা দেন এই লড়াকু সাংবাদিক। তখন বিচারক তাকে সতর্ক করে দিয়ে বলেন, বিচার প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করলে তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


অ্যাসাঞ্জকে সতর্ক করলো লন্ডনের আদালত
বিদেশ ডেস্ক
প্রকাশিত : ২০:২৫, সেপ্টেম্বর ০৮, ২০২০ | সর্বশেষ আপডেট : ২০:৪৪, সেপ্টেম্বর ০৮, ২০২০
টানা কয়েক মাস পর সশরীরে শুনানিতে অংশ নিয়ে লন্ডনের আদালতের সতর্ক বার্তা শুনেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নেন তিনি। এই সময়ে মার্কিন সরকারের আইনজীবীর বক্তব্যের মধ্যে তাকে ‘ননসেন্স’ আখ্যা দেন এই লড়াকু সাংবাদিক। তখন বিচারক তাকে সতর্ক করে দিয়ে বলেন, বিচার প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করলে তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জানুয়ারিতে লন্ডনের আদালতে অ্যাসাঞ্জ

২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১৯ সালের এপ্রিলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ওইদিনই তাকে জামিন শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে ব্রিটিশ আদালত। তখন থেকে বেলমার্শ নামক কুখ্যাত কারাগারে সাজা ভোগ করছেন অ্যাসাঞ্জ। এরইমধ্যে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সরকারি কম্পিউটার হ্যাক ও গুপ্তচর আইন লঙ্ঘনসহ ১৮টি অভিযোগ দায়ের করা হয়। ট্রাম্প প্রশাসন তাকে বিচারের মুখোমুখি করতে চায়। ব্রিটিশ পুলিশও অ্যাসাঞ্জকে হেফাজতে নিয়েই জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের অনুরোধেই তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us