You have reached your daily news limit

Please log in to continue


‘মত প্রকাশের স্বাধীনতা যত কমবে, গুজব তত বাড়বে'

প্রচলিত গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা যত কমবে, গুজব তত বাড়বে বলে মনে করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী৷ ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে গুজব নিয়ে নিজের ভাবনার বিস্তারিত জানিয়েছেন অধ্যাপক চৌধুরী৷ এই মাধ্যমে মানুষ সেগুলোই শেয়ার করে যেগুলো সে বিশ্বাস করতে চায়৷ যে জিনিসগুলো তার পছন্দ হয় সেগুলোই সে নিয়ে নেয়৷ এভাবেই ছড়ায়৷ এগুলো একটা গোপনীয় ব্যাপার হয়ে দাঁড়ায়৷ প্রকাশ্য হয় না, কিন্তু এর প্রভাব পড়ে৷ আমরা দেখেছি, অনেকে ভুল তথ্য শেয়ার করার পরও সেটা অনেকে প্রত্যাহার করেন না ভুল তথ্য মানুষ দুই কারণে দেয়৷ একটা ইচ্ছে করে দেয়৷ অর্থাৎ, বানিয়ে দেয় রংচং মিশিয়ে৷ আরেকটা কারণ হলো, যে দিচ্ছে সে হয়তো নিজে তৈরি করেনি, শুনেছে৷ কিন্তু ওইটা তার পছন্দ হয়েছে৷ আর প্রত্যাহার করা না করা সমান৷ কারণ, এটা ছড়িয়ে পড়লে যারা বিশ্বাস করার তারা করে ফেলবে৷ এই কারণে প্রত্যাহার করার কোনো তাৎপর্য নেই৷ কারণ, এটা তো গুজবের মতো ছড়িয়ে পড়ে৷ এগুলো তো তথ্য নয়, গুজব৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন