You have reached your daily news limit

Please log in to continue


ফেসবুক বদলাবে না: জাকারবার্গ

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুক তার অবস্থান বদলাবে না। ঘৃণ্য বক্তব্য নিয়ে পাঁচ শ'র বেশি বিজ্ঞাপনদাতা ফেসবুক প্ল্যাটফর্ম বর্জনের ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় জাকারবার্গ এ কথা বলেছেন। গতকাল বুধবার দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপনদাতারা ফেসবুক ছাড়ার বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের কর্মীদের সামনে তাঁর বক্তব্য তুলে ধরেন। জাকারবার্গ বলেছেন, ফেসবুক বর্জনের ঘোষণার সঙ্গে সম্মানের বিষয়টি জড়িত। এটি ফেসবুকের আয়ের সামান্য অংশে হুমকি হতে পারে। যেসব বিজ্ঞাপনদাতারা সরে গেছেন, তাঁরা শিগগিরই আবার ফেসবুকে ফিরে আসবেন। কোকা-কোলা, ইউনিলিভার, ফোর্ড, স্টারবাকস, ভেরিজনের মতো বড় প্রতিষ্ঠান গত সপ্তাহে ফেসবুক বর্জনের ঘোষণা দেয়। সিভিল রাইটস গ্রুপের পক্ষ থেকে গত মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পোস্ট নিয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় ফেসবুক বর্জনের আহ্বান জানানো হয়। গত সপ্তাহে ভার্চুয়াল এক টাউন হল মিটিংয়ে জাকারবার্গ বলেন, 'আমরা আমাদের অল্প কিছু আয় কমার হুমকি ভেবে আমাদের নীতি বা পদ্ধতি বদলাব না বা আয়ের যেকোনো পরিমাণ কমলেও আমরা অনড় থাকব। আমার ধারণা, অল্প সময়ের মধ্যেই বিজ্ঞাপনদাতারা আবার ফিরে আসবে। এটা আর্থিক সমস্যার চেয়ে সম্মান ও অংশীদারত্বের বিষয়। ফেসবুকের অধিকাংশ আয় আসে ছোট ছোট ব্যবসায়ীদের কাছ থেকে। ফেসবুকের বিজ্ঞাপন বন্ধের ঘটনার জের থেকে তাদের ৬০ বিলিয়ন ডলার মূল্যমান কমেছিল। তবে আবার শেয়ারের দাম বাড়তে শুরু করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন