You have reached your daily news limit

Please log in to continue


প্রশংসায় ভাসছে বিধবা বালিকা বুলবুল

লম্বা চুল, আকাশের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে পরীর মত একটি মেয়ে। এ গাছ থেকে অন্য গাছে উড়ে বেড়াচ্ছে। তার কাছে যেতে ইচ্ছে করে। কিন্তু হঠাৎ পায়ের দিকে চোখ যেতেই আৎকে উঠতে হয়। পা দুটো উল্টো! পরীর মতো মেয়েটি কি তবে ডাইনি? টিজার প্রকাশের পর নেটফ্লিক্সের ছবি 'বুলবুল' নিয়ে এমন আলোচনাই ছিলো। অবশেষে ছবিটি মুক্তি পেয়েছে ২৪ জুন। তারপর থেকেই মিলেছে সব উত্তর৷ ছবিটি ভাসছে প্রশংসায়। এ ছবি দিয়ে অন্বিতা দত্তের অভিষেক হলো পরিচালক হিসেবে। ছবির গল্পকে আধিভৌতিক বুননে পর্দায় তুলে ধরেছেন নির্মাতা। গল্পে বাপের বাড়িতে যে বুলবুল ছিল এক স্বাধীন মনের শিশু, গাছে চড়ে, আম কুড়িয়ে দিন কাটত যার, শ্বশুরবাড়িতে তাকে হয়ে উঠতে হয় বয়সে তিনগুণ বড় স্বামী ইন্দ্রনীলের বাধ্য স্ত্রী। রাজপ্রাসাদের মতো বাড়িতে যমজ ভাই মহেন্দ্র, তার স্ত্রী বিনোদিনী ও ছোট ভাই সত্যকে নিয়ে ইন্দ্রনীলের সংসার। ছবিতে ইন্দ্রনীল ও মহেন্দ্র- দুটি চরিত্রেই অভিনয় করেছেন রাহুল বসু। আর বিনোদিনী চরিত্রে প্রশংসনীয় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম৷ ১৮৮১ সালের বাংলাকে প্রেক্ষাপটে বাল্যবিবাহ, জমিদার প্রথা ও রাজবাড়ির অন্দরমহলের গল্পকে সামনে নিয়ে আসলেন ছবির পরিচালক অন্বিতা দত্ত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন