‘এখনো মুস্তাফিজ দলের গুরুত্বপূর্ণ অংশ’

এনটিভি প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৮:৩০

বর্তমান সময়ে তিন ফরম্যাটে কিছুটা অনিয়মিত মুস্তাফিজুর রহমান। তারপরও বাংলাদেশ দলে এই তরুণ পেসারকে এখনো গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় বলে মন্তব্য করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।ইনজুরির কারণে আগের সেই ধার নেই মুস্তাফিজের বোলিংয়ে। তারপরও কাটার মাস্টারের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে। সম্প্রতি মুস্তাফিজ প্রসঙ্গে নান্নু বলেন, ‘মুস্তাফিজ এখনো বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ অংশ। আমার মতে দলকে দীর্ঘ সময় ধরে সার্ভিস দেওয়ার মতো সামর্থ্য ও দক্ষতা তার মধ্যে রয়েছে। সে বয়সে তরুণ। নিজের দক্ষতা আরো বাড়ানোর জন্য সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।’

নিজের কাটার ও স্লোয়ার বোলিংয়ের কারণে বেশ প্রশংসা পাচ্ছেন মুস্তাফিজ। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘তার কিছুটা ইনজুরি ছিল, যা তাকে মানষিকভাবেও কিছুটা প্রভাবিত করছে। তবে এই মুহূর্তে কোনো ইনজুরি নেই। আমি জানি নিজকে প্রমাণ করতে সে মরিয়া হয়ে আছে।’

শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের সাফল্যে বড় ভুমিকা রেখেছিলেন মুস্তাফিজ। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পরপরই ভারতের বিপক্ষে সিরিজ জয়ে নিজেদের জায়ান্ট দল হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশ। এই দলের বড় অস্ত্র ছিলেন মুস্তাফিজ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us