You have reached your daily news limit

Please log in to continue


গবেষণা: একসঙ্গে রোমান্টিক সিনেমা দেখলে কমবে বিবাহ বিচ্ছেদ!

বিয়ে দুটি মনের মিলের কারণেই বছরের পর বছর টিকে থাকে। দুজনের মধ্যে রাগ, অভিমান, খুনসুটি আর অফুরন্ত ভালোবাসাতেই এই সম্পর্ক এগিয়ে যেতে থাকে। তবে বর্তমানে বাড়ছে বিবাহবিচ্ছেদের হার। আর এর মূল কারণ একে অন্যের প্রতি আগ্রহ হারানো। মনের অমিল, একসঙ্গে সময় কাটাতে না পারা, পারিবারিক কলহ ইত্যাদিও এর জন্য দায়ী। তবে এই বিবাহ বিচ্ছেদ ঠেকাতে সুখবর দিল একদল গবেষক। সম্প্রতি গবেষকরা দম্পতিদের একত্রে রাখার একটি অভিনব উপায়টি খুঁজে পেয়েছেন। গবেষণা বলছে, একসঙ্গে রোমান্টিক সিনেমা দেখা কমাতে পারে বিবাহ বিচ্ছেদ। রচেস্টার বিশ্ববিদ্যালয়ে পরিচালিত একটি নতুন সমীক্ষা অনুসারে, এক মাসে পাঁচটি সম্পর্ক-ভিত্তিক সিনেমা দেখা বিবাহ-পরবর্তী সমস্যার ক্ষেত্রে বিবাহ-সংক্রান্ত বিষয়ে আলোচনা করার সহজ অনুশীলন পরামর্শের মতো কার্যকর হতে পারে। আমেরিকার রচেস্টার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. রোনাল্ড রোগের নেতৃত্বে সমীক্ষাটির অনুসন্ধানে দেখা গেছে যে, সিনেমা দেখার ফলে বিবাহ বিচ্ছেদের হার অর্ধেক কমে যেতে পারে এবং তিন বছরের পরে বিচ্ছেদের হার ২৪ থেকে ১১ শতাংশ হ্রাস করতে পারে। তারা বলেন, স্বামী এবং স্ত্রীদের সম্পর্কের ক্ষেত্রে ধার্মিকতার জন্য বেশ ভালো ধারণা রয়েছে। আমাদের তাদের নতুন দক্ষতা শেখানোর দরকার নেই, অন স্ক্রিন দম্পতিদের লড়াইয়ের দিকে তাকানো তাদের বিষাক্ত আচরণগুলো লক্ষ্য করতে সহায়তা করতে পারে। প্রশ্ন থাকতে পারে, থেরাপিস্ট-নেতৃত্বাধীন পদ্ধতির মতো সিনেমার পদ্ধতিটি কী কার্যকর করে তোলে? উত্তরটি হলো- এটি দম্পতিদের তাদের আচরণের উপর কঠোর নজর দিতে সহায়তা করে। অন-স্ক্রিন দম্পতিরা কীভাবে যুক্তিগুলো পরিচালনা করে তা দেখে, বাস্তব জীবনে দম্পতিরা তাদের বিবাহের সঙ্গে সম্পর্কিত হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের দিকে বসতে এবং একটি উদ্দেশ্যমূলক দৃষ্টিভঙ্গি করতে সময় লাগানো যে কোনো দম্পতির পক্ষে সহায়ক হতে পারে একসঙ্গে সিনেমা দেখা। যুগল থেরাপি এবং বৈবাহিক পরামর্শের বিপরীতে লিড লেখক রোনাল্ড রোগ বলেছেন, চলচ্চিত্র-আলোচনার পদ্ধতিটি সস্তা, মজাদার এবং সহজ। সিনেমাতে দেখায় একে অপরের হাত ধরে রাখা এবং বাস্তব জীবনে রোমান্টিক দৃশ্যের আয়না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন