You have reached your daily news limit

Please log in to continue


তাঁর মতো আরেকজনকে আমরা পাব না

আনিসুজ্জামানের চলে যাওয়াটা আমাদের জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা যারা তাঁকে জানতাম এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম, তাঁদের পক্ষে এটা একটা মর্মান্তিক দুঃখ। আনিসুজ্জামান অসুস্থ ছিলেন জানতাম, আশা করেছিলাম তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে দুর্ভাগ্যজনকভাবে সেটা ঘটল না। যে সময়ে তিনি চলে গেলেন, সেটা আমাদের সবার জন্যই একটা কঠিন দুঃসময়। এখন মিলিতভাবে শোক প্রকাশেরও কোনো সুযোগ নেই। ফলে যন্ত্রণাটা আরও বেশি। আনিসুজ্জামান অত্যন্ত মেধাবী ছিলেন। সেই সঙ্গে যুক্ত হয়েছিল তাঁর গভীর অনুশীলন। গবেষক হিসেবে তিনি অতুলনীয়। বাংলা সাহিত্যে মুসলিম লেখকদের অবদানের ক্ষেত্রে সাহিত্যের ইতিহাস-লেখকদের একধরনের ঔদাসীন্য ছিল। এ ক্ষেত্রে আহমদ শরীফ মধ্যযুগের মুসলিম লেখকদের অবদানকে আমাদের সামনে নিয়ে এসেছিলেন। আনিসুজ্জামান আধুনিক কালের মুসলিম লেখকদের সাহিত্যচর্চার ওপরে যে গবেষণা করেছেন, সেটা আমাদের সাহিত্যের ইতিহাস রচনার যে দুর্বলতা ছিল, তা পূরণে সাহায্য করেছে। কিন্তু এটা তাঁর প্রাথমিক গবেষণা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন