লকডাউনের মধ্যেই প্রকাশিত হলো তসলিমা নাসরিনের ‘লজ্জা’র সিক্যুয়েল

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ১০ মে ২০২০, ০৯:২৪

মহামারি করোনাভাইরাসে আবহের মধ্যেই নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনের বেস্টসেলার বই লজ্জার সিক্যুয়েল প্রকাশিত হলো। এই বইটি প্রকাশ করেছে ভারতের নামী প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স ইন্ডিয়া। এর আগে ১৯৯৩ সালে লজ্জা প্রকাশিত হয়েছিল। ঠিক তার আগের বছর ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার সাম্প্রদায়িক পটভূমিতে। আর সেই সিরিজের পরবর্তী বইটির (সিক্যুয়েল) আত্মপ্রকাশ হলো প্রায় ২৭ বছর বাদে, ইংরেজি অনুবাদে যার নাম রাখা হয়েছে শেমলেস। ইংরেজি অনুবাদে বইটির নাম শেমলেস রাখা হলেও মূল বাংলায় কী নামকরণ করা হয়েছে, লেখক বা প্রকাশক তা…
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us