You have reached your daily news limit

Please log in to continue


টেকসই উন্নয়নে দরকার টেকসই শহর ও জনপদ

টেকসই উন্নয়নের স্বার্থে টেকসই শহর ও জনপদ গড়ে তোলা জরুরি। বিশ্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, অভিঘাতসহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলার জন্য বৈশ্বিক ‘উন্নয়ন এজেন্ডা-২০৩০’ বা টেকসই উন্নয়ন অভীষ্টে গৃহীত হয়েছে অভীষ্ট ১১। অভীষ্ট ১১ অনুযায়ী টেকসই শহর ও জনপদ গড়ে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবার জন্য নিরাপদ ও মূল্যসাশ্রয়ী গৃহায়ণ, মৌলিক সেবায় পর্যাপ্ত প্রবেশগম্যতা নিশ্চিত করা এবং বস্তিগুলো উচ্চতর স্তরে উন্নীত করা। বিশেষ করে নাজুক জনগণের প্রতি দৃষ্টি রেখে এই অভীষ্ট আরো কিছু বিষয়ের ওপর গুরুত্ব দেয়া যেমন—নিরাপদ, সামর্থ্যের ভেতরে এবং সহজলভ্য পরিবহন পদ্ধতির সংস্থান। বিশ্বের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষাও লক্ষ্য হিসেবে গৃহীত হয়েছে এখানে। বৈশ্বিক উন্নয়নের অংশীদার হিসেবে বাংলাদেশ টেকসই শহর ও জনপদ গড়ে তুলতে কাজ করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন