You have reached your daily news limit

Please log in to continue


অসুখটা কোথায়, করণীয় কী

অবস্থাটা ভালো নয়। তা ভালো কবেই-বা ছিল। ছিল না। কিন্তু সেটা কোনো সান্ত্বনা নয় এখনকার দুর্দশার জন্য। বর্তমানের অবস্থাটা অসহ্য ঠেকছে আরও দুই কারণে। প্রথমত, অবস্থাটা বদলানোর জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি। দ্বিতীয়ত, অতীতে বদলাবে বলে একটা আশা দেখা যেত, এখন যেটা উজ্জ্বল নয়। তা ছাড়া, দুর্দশার লক্ষণগুলোও রীতিমতো উদ্বেগজনক। অর্থনীতি টিকে আছে এবং কিছু কিছু উন্নয়নও দেখা যাচ্ছে; কিন্তু এই উন্নয়ন প্রধানত শ্রমনির্ভর। কৃষক শ্রম দিচ্ছেন ড়্গেতখামারে, শ্রমিক খাটছেন কলকারখানায়, বিশেষ করে গার্মেন্টসে; দেশের লোকরা বিদেশে গিয়ে পরিশ্রম করছেন। বিনিয়োগ উৎসাহব্যঞ্জক নয়, আমদানি বেড়ে যাচ্ছে রপ্তানির তুলনায়, বিদেশি কোম্পানি ঢzকে পড়ছে উৎপাদনের ড়্গেত্রে; বাজার ক্রমেই চলে যাচ্ছে তাদের ব্যবস্থাপনার অধীনে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন