You have reached your daily news limit

Please log in to continue


কর আইন ও পদ্ধতির সংস্কার প্রসঙ্গ

বাংলাদেশের বিদ্যমান আয়কর অধ্যাদেশটি নতুন মলাটে আইন হিসেবে প্রমিতকরণের কাজ শেষ পর্যায়ে। রাজস্ব আইনের সংস্কারের এ আয়োজন উদ্যোগ সহসা সচকিত নয়, দীর্ঘদিন ধরে চলছে পরিকল্পনা আর প্রাজ্ঞ পরামর্শকদের পারঙ্গম প্রয়াস। রাজস্ব আইন সংস্কারের সকল উদ্যোগের আগ্রহ অভিপ্রায়ে কোনো কমতি নেই। কিন্তু বিদ্যমান আইনে ‘শতেক শতাব্দী ধরে নামা শিরে অসম্মানভারের’ লাঘব প্রকৃত প্রস্তাবে ঘটছে কি না, সংস্কারকৃত আইন কতটা বাস্তবায়নযোগ্য, আয়কর আহরণকারী এবং দাতার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং তার রূপকল্প ও তাৎপর্য তুলে ধরতেই এ লেখা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন