কমিউনিটি ফ্যাসিলিটেটর (নারী/পুরুষ)

কারিতাস বাংলাদেশ হবিগঞ্জ বানিয়াচং

New 1 year, 11 months ago

Responsibility

  • কারিতাস বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ের স্থানীয় অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান, যা সমাজ কল্যান ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে। কারিতাস বাংলাদেশের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। এ প্রতিষ্ঠান বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটে অবস্থিত আটটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগনের সঙ্গে সমানভাবে কাজ করে। কারিতাস বাংলাদেশ সকল ব্যক্তির মর্যাদা এবং অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিশেষভাবে, বিপদাপন্ন জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকারকে স্বীকৃতি প্রদানে সর্বদা দায়বদ্ধ থাকতে সচেষ্ট। কারিতাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সকল প্রকল্প অংশগ্রহণকারী, শিশু, যুবা ও প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের সুরক্ষা বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। কারিতাস বাংলাদেশ কোন কর্মী, প্রতিনিধি, অংশীদারীদের দ্বারা শিশু ও প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের যে কোন ধরণের ক্ষতি, যৌন নির্যাতন, যৌন নিপীড়ন ও শোষনমূলক কর্মকান্ড সংঘঠিত হলে তা কারিতাস বাংলাদেশের শূণ্য সহ্যসীমা নীতিমালায় (Zero Tolerance) বর্ণিত শাস্তির আওতাভুক্ত হবে।
  • কারিতাস সিলেট অঞ্চলের অধীনে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নে বাস্তবায়নাধীন “Family and Community Level Flood Preparedness Project-III (FCFPP-III)” প্রকল্পের জন্য সম্পুর্ণ অস্থায়ী ভিত্তিতে মাঠ পর্যায়ে কাজ করার জন্য জরুরী ভিত্তিতে নয়জন কমিউনিটি ফ্যাসিলিটেটর নিয়োগ প্রদান করা হবে। উক্ত পদের জন্য যোগ্যতা, অভিজ্ঞতাসহ অন্যান্য শর্তাবলী নিম্নরূপ:
  • পদ সংখ্যা: ৯ জন। (প্রত্যেক ওয়ার্ডের জন্য একজন করে।)
  • কর্মস্থল: বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়ন।

Qualifications

  • প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশ হতে হবে।

Experience Requirement

  • প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশ হতে হবে।

Employment Status

Full Time

Job Type

Experienced

No. of Vacancy

9

Expired At

May 22, 2022, midnight