প্রতীকী ছবি

দেশে মোবাইল ম্যালওয়্যারে আক্রান্তের হার কমেছে

গবেষণাকারী প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মোবাইল ম্যালওয়্যারে আক্রান্ত শীর্ষ ১০ দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৯ জুন ২০১৯, ১৭:২৩ আপডেট: ০৯ জুন ২০১৯, ১৭:৪৯
প্রকাশিত: ০৯ জুন ২০১৯, ১৭:২৩ আপডেট: ০৯ জুন ২০১৯, ১৭:৪৯


প্রতীকী ছবি

(প্রিয়.কম) দেশের মোট মোবাইলের ২৮ দশমিক ৩৮ শতাংশই ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামে আক্রান্ত। চলতি বছরের প্রথম প্রান্তিকে এমন চিত্রের দেখা মিলেছে।

সম্প্রতি তথ্যপ্রযুক্তি নিরাপত্তাবিষয়ক গবেষণাকারী অনলাইন প্রতিষ্ঠান সিকিউরলিস্টের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের তৃতীয় প্রান্তিক থেকে চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ম্যালওয়্যার আক্রান্তের হার কমেছে।

গত বছরের তৃতীয় প্রান্তিকে মোবাইল ম্যালওয়্যারে আক্রান্তের হার ছিল ৩৫ দশমিক ৯১ শতাংশ।

গবেষণাকারী প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মোবাইল ম্যালওয়্যারে আক্রান্ত শীর্ষ ১০ দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান (৩৭ দশমিক ৫৪ শতাংশ) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান (৩১ দশমিক ৫৫ শতাংশ)।

সিকিউরলিস্ট আরও জানিয়েছে, পাকিস্তানের মোবাইল ব্যবহারকারীরা যে ম্যালওয়্যারে আক্রান্ত একই ম্যালওয়্যারে আক্রান্ত বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা। পাকিস্তানের মোবাইল ব্যবহারকারীরা ‘অ্যাডওয়্যার.অ্যান্ড্রয়েডওএস.এজেন্ট.এফ’, ‘অ্যাডওয়্যার.অ্যান্ড্রয়েডওএস.ইওয়াইন্ড. এইচ’, ‘অ্যাডওয়্যার.অ্যান্ড্রয়েডওএস.হিডেনঅ্যাড.ইটি’ ম্যালওয়্যারে আক্রান্ত।

এদিকে গবেষণা প্রতিষ্ঠানটি র‍্যানসমওয়্যার টরজানে আক্রান্ত শীর্ষ ১০ দেশের তালিকা প্রকাশ করে। ২০১৯ সালের প্রথম প্রান্তিকে এই তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের ৮ দশমিক ১১ শতাংশ কম্পিউটার টরজান ক্রিপটোটরস ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে উজবেকিস্তান, ইথোপিয়া।

প্রিয় প্রযুক্তি/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...